মোঃ সবুজ, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ের জয়পুরা বাসষ্ট্যান্ডে উন্নতমানের আধুনিক “আলাদিনস্ জেনারেল হাসপাতাল” এর কার্যক্রম শুরু হয়েছে। আজ শুক্রবার বিকালে এ হাসপাতালের শুভ উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা বেনজির আহমদ।
আলাদিনস্ জেনারেল হাসপাতাল উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ড. মাহজাবিন পিয়াংকার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর মেয়র গোলাম কবির, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ঢাকা জেলা উত্তর কৃষকলীগের আহবায়ক মহসিন করিম।
এ সময়ে সাংসদ বেনজির আহমদ বলেন, ধামরাইয়ে দীর্ঘদিন ধরে আধুনিক মানের কোনো বেসরকারি হাসপাতাল ছিলোনা। বর্তমানে আলাদিনস্ জেনারেল হাসপাতালটি আধুনিক বিশেষজ্ঞ ডাক্তার, ডিপ্লোমা নার্স, অভিজ্ঞ স্বাস্থ্য কর্মী ও সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে ডিজিলেসন পদ্ধতিতে এখানে চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে। ধামরাই উপজেলার জনসাধারণসহ আশেপাশের উপজেলার জনসাধারণ এ হাসপাতালের মাধ্যমে উন্নত সেবা পাবে। জনগণকে উন্নত সেবার ধারাবাহিকতা বজায় রাখার জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।