ধামরাইয়ে আরবিসি স্টার ইটভাটার স্টাফকে মারধর করে ২.৫ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ।

ধামরাই সংবাদ

মোঃ হুমায়ুন রশীদ, ধামরাই ঢাকা থেকেঃ-ধামরাই উপজেলার বাধুলী এলাকার আরবিসি স্টার ইটভাটার স্টাফ হুমায়ুনকে মারধর করে ২.৫ লক্ষ্য টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ইজাহার সূত্রে জানা যায়, গতকাল ১৮/০২/২০২১ তারিখে ভোর ৪.৩০মি. দিকে বাথুলী এলাকার কালাচাঁনের ছেলে মােঃ লােকমান (৪৫) নেতৃত্বে মােঃ দিপু (২৫) সহ অজ্ঞাতনামা আরও ৬/৭ জন লােক টাটা ট্রাক নিয়া আর.বি.সি স্টার ইটভাটায় দাদনের ইট নিতে আসে। ইটভাটার স্টাফ হুমায়ুন কিছুক্ষন পরে আসতে বললে দিপু তাদেরকে লােকমানের লােক বলিয়া বিভিন্ন প্রকার হুমকি ধমকি প্রদর্শন করে। এরপরও বিবাদীগন জোর পূর্বক ইট নিতে গেলে হুমায়ুন বাধা দিলে একপর্যায়ে বিবাদীগন হুমায়ুনকে বিভিন্ন প্রকার অকথ্য ভাষায় গালিগালাজ করে এলােপাথালী ভাবে কিল, ঘুষি,লাথি মেরে হুমায়ুনকে মাটিতে ফেলিয়া দিয়ে দিপুর হাতে থাকা লােহার লিভার দিয়া হুমায়ুনকে জানে মেরে ফেলার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে সজোরে আঘাত করে।

হুমায়ুন সরিয়া গেলে উক্ত আঘাত হুমায়ুনের ঠোটে লেগে কাটা রক্তাক্ত জখম হয় এবং পরিহিত জ্যাকেটর ডান পকেটে থাকা চেইন দিয়ে আটকানাে মিলপার্টির বিল ২৫০০০০/- টাকা দিপু ছিনিয়ে নেয়।পরবর্তীতে ইটভাটার লেবারগন এগিয়ে আসলেবিভিন্ন প্রকার হুমকি ধমকি দিয়া দ্রুত চলে যায়। লেবারগন এসে হুমায়ুনকে আহত অবস্থায় দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দিতে নিয়ে যান।

এ বিষয়ে সাংবাদিকরা অভিযুক্ত লোকমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি খোলার মালিকের কাছে ইট পাওনা রয়েছি,কিন্তু গন্ডগোলের বিষয়ে আমি কিছু জানিনা আমার গাড়ির ড্রাইভার যদি কিছু করে থাকে, সেটাত আমার বিষয় না।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে, দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *