মোঃ সবুজ, ধামরাই প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে প্রধানমন্ত্রীর শীতের উপহার ‘কম্বল’ বিতরন করা হয়েছে।
আজ রবিবার সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান আজাহার আলীর উদ্যোগে ৪শ ৫০ পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান আজাহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দরিদ্রদের হাতে কম্বল তুলে দেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে বেনজির আহমদ বলেন,
মাথাপিছু আয়, শিক্ষার হার, অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্যবিমোচন তথা সবকিছুতেই বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল। এই গতি ধরে রাখতে হবে। মুজিব শতবর্ষে এটাই হোক আমাদের অঙ্গীকার।
আজাহার আলী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন। তার হাতকে আরও শক্তিশালী করতে আমাদের ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে।
এ সময়ে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ইউপি চেয়ারম্যান মাসুদ খান লাল্টু, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য মো. বিল্লাল হোসেন, যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মনির সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।