ধামরাই উপজেলার স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ মূলক প্রতিষ্ঠান বেস্ট ডান ফোরাম এর উদ্যােগে সাধারন জনগন ও বেস্ট ডান ফোরাম এর নিজস্ব অর্থায়নে সুবিধাবঞ্চিত তিনশত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বিতরন করা হয়। বেস্ট ডান ফোরাম এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার জনাব মামনুন আহমেদ অনীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সমাজসেবা অফিসার জনাব এস এম হাসান। হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলেখা বেগম। বেস্ট ডান ফোরাম পরিবারের মাননীয় উপদেষ্টা জনাব শামসুল আলম বাবুসহ প্রতিষ্ঠানের সকল সদস্যবৃন্দ। বেস্ট ডান ফোরাম ২০১২ সাল থেকে প্রতিবছরই শীতে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য শীতবস্ত্রের ব্যবস্থা করা সহ নানাবিধ সমাজ ও জনকল্যাণমূলক কাজে নিয়োজিত রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মামনুন আহমেদ অনিক বলেন "বেস্ট ডান ফোরাম" দিনরাত নিরলস পরিশ্রম করে সবসময়ই সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তারা সুবিধাবঞ্চিত মানুষদের কাছে ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন। আমরা তাদের সকল ভালো কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিচ্ছি।
বেস্ট ডান ফোরাম এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল্লাহ আল মামুন ভবিষ্যতেও সমাজ ও জনকল্যাণে নিজেদের সম্পৃক্ত থাকার নিশ্চয়তা প্রদান করেন।