ধামরাইয়ে অবৈধ ২টি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

জাতীয় ধামরাই সংবাদ সারাদেশ

সবুজ, নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসনের অভিযানে দুটি ইটভাটার বয়লার ও চিমনী ভেঙে ভাটা বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামনুন আহমেদ অনীক।

আজ মঙ্গলবার সকালে উপজেলার বালিয়া ইউনিয়নের মাদারপুর এলাকায় অভিযান পরিচালনা করে নির্মাণ ব্রিকস ও এমজেবি ব্রিকস ভাটা দুটি ভেঙ্গে বন্ধ ঘোষনা করেন।

এই বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামনুন আহমেদ অনীক বলেন, পরিবেশের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স না থাকায় এবং অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্মাণ ব্রিকস ও এমজেবি ব্রিকসকে ভেঙ্গে গুড়িয়ে দিয়ে বন্ধ ঘোষনা করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *