ধামরাইয়ে অবরোধে গাড়ি বের করে খাবার ও ফুল পেলেন চালকরা

ধামরাই সংবাদ সারাদেশ

মোঃ এমদাদ হোসেন রনি, ধামরাই প্রতিনিধিঃ বিএনপির ডাকা দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধে ঢাকার ধামরাইয়ে সড়কে গাড়ি নিয়ে বের হওয়া চালকদের হাতে খাবার প্যাকেট ও ফুল তুলে দেয় ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক ও শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জাকারিয়া দিপু।

একইসঙ্গে তিনি চালকদের বিএনপি-জামায়াতের হরতাল, অবরোধ উপেক্ষা করে গাড়ি চালানোর আহ্বান জানান। গতকাল দুপুরের দিকে উপজেলা শহরের কালামপুর স্ট্যান্ডে তিন শতাধিক গাড়িচালক ও হেলপারদের মাঝে খাবার প্যাকেট ও ফুল বিতরণ করেন মোহাম্মদ জাকারিয়া দিপু।

এ সময়ে কুশুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ, নবযুগ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক কৌশিক, কুশুরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির, বাবু, মিন্টু, তাহের ,হাফেজ, মোহামিন সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ জাকারিয়া দিপু জানান, রবিবার সকাল থেকে কালামপুর বাজার স্টেশন, বিভিন্ন সিএনজি ও গাড়ি চালকদের রাস্তায় নামতে উদ্বুদ্ধ করা হয়েছে। ট্রাক, বাস, সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস, ইজিবাইক, অটোরিকশা চালক যারা অবরোধ উপেক্ষা করে রাস্তায় গাড়ি চালিয়েছেন তাদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুপুরের খাবার ও ফুল দেওয়া হয়েছে।

হরতালের পর এবার ঢাকাসহ সারা দেশে চলছে বিএনপি ও জামায়াতের ডাকা দ্বিতীয় দফায় ৪৮ ঘন্টা টানা দুই দিনের অবরোধ কর্মসূচি। অবরোধের শেষ দিন সোমবার সকাল থেকেই ধামরাইয়ে তেমন একটা প্রভাব লক্ষ্য করা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *