মোঃ হুমায়ুন রশীদ, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ধামরাই পৌর এলাকার দক্ষিণপাড়ায় চুরি, ডাকাতি, ছিনতাই, প্রতিরোধে দক্ষিণপাড়া সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বাড়িওয়ালাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সঞ্চিতা স্কুল প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে বক্তারা বলেন, বাড়ীওয়ালাদের নিরাপত্তার স্বার্থে দোকানের সামনে সিসি ক্যামেরা লাগাতে হবে। রাতের বাড়ীর মালামালের নিরাপত্তার জন্য নৈশ প্রহরী নিয়োগ করতে হবে। সেক্ষেত্রে অভিজ্ঞ ও স্বাস্থ্যবান নৈশ প্রহরীদের নিয়োগ দিতে হবে।
দক্ষিনপাড়া সমাজ কল্যান সমিতির সভাপতি খন্দকার আবু তাহের মকুট সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ডিএইচ শামীম, আব্দুস সালাম, দেব নারায়ন দাস, মুস্তাক আহমেদ, মোহাম্মদ আলী জিন্নাহ, মনসুর আহমেদ, মাসুদ রানা, তাপস সরকার, তপন কর্মকার, সুমন, রবিউল হোসেন, শামীমুর রহমান, মনিরুজ্জামান মনির, আবু হানিফ, জিন্নত আলী প্রমুখ।