কে এন্ড কিউ এর তেল পাম্প ও এলপিজি গ্যাস উদ্বোধন

ধামরাই সংবাদ সারাদেশ

মোঃ সবুজ, ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে কে এন্ড কিউ সিএনজি স্টেশনের নতুন এলপিজি গ্যাস ও তেল পাম্প উদ্বোধন করা হয়েছে ।

মঙ্গলবার ( ২৭ জুন) সকালে উপজেলার ঢুলিভিটা এলাকায় ঢাকা আরিচা মহাসড়কের উত্তর পাশে এ এলপিজি গ্যাস ও তেল পাম্প উদ্বোধন করা হয়।

ফ্যাক্টরি ম্যানেজার স্বপন কুমার খাঁ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর তাবিদ মোহাম্মদ আউয়াল।

বক্তব্যে তিনি বলেন, ১৯৮০ সালের দিক থেকে ধামরাইতে আমরা ব্যবসা শুরু করি। তখন এই এলাকা ডুবা ছিল। রাস্তার পাশে সব সময় পানি থাকতো। এখন অনেক উন্নত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে অনেক। মানুষের জীবন মানের অনেক উন্নত হয়েছে। আমরা সব সময় মানুষের পাশে থেকে সেবা করে আসছি। যানবাহন সেক্টরের সেবা হিসেবে কে এন্ড কিউ সিএনজি স্টেশনের নতুন সংযোজন হিসেবে অকটেন, পেট্রোল, ডিজেল ও এলপিজি গ্যাসের সংযোজন করা হয়েছে। জায়গা বর্ধিত করা হয়েছে। আরো বর্ধিত করা হবে। আমরা সব সময় মানুষের সেবায় পাশে আছি, থাকবো।

ফিতা কেটে সিএনজি স্টেশনের উদ্বোধনের পর পাশে নিজের মালিকানাধীন সিজি ফুড কারখানা ঘুরে দেখেন এবং কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন হেড অব ফাইনানস কাজী একরামুল হক, সিজি ফুড বাংলাদেশ এর হেড অব ফ্যাক্টরি সঞ্চয় সূত্র ধর সহ সিএনজি স্টেশন ও সিজি ফুড কারখানার কর্মকর্তা কর্মচারীবৃন্দ ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *