মোঃ সবুজ, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে মেয়েদের উত্ত্যক্ত প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র রাজু আহমেদ (২০) ওপর বর্বাচিত হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করেছেন ধামরাই বিশ্ববিদ্যালয় ও দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরাসহ শিক্ষার্থী এবং ভুক্তভোগি পরিবার।
আজ বুধবার সকাল ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের থানাষ্ট্যান্ড ধামরাই প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় ভুক্তভোগী রাজুর এলাকাবাসী ও ধামরাই এবং দেবেন্দ্র কলেজের শিক্ষার্থীরাসহ পাঁচশতাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে ভুক্তভোগী রাজুর ভাই সাংবাদিক বাবুল হোসেন বলেন, প্রতিনিয়তই আপনার আমার মা বোনেরা কিছু বখাটে ছেলেদের দাঁড়া উক্ত্যক্তের শিকার হয়। অনেকে সম্মানের ভয়ে কিছু বলে না। ঈদের দিন বিকেল বেলা বালিয়া ইউনিয়নের বাস্তা গ্রামের মাদক ব্যবসায়ী শামীম ও শুকুর আলীর,ফারুক,জাকির,জুয়েল,
সেলিম,রাশেদসহ আরও কয়েক জন বখাটেরা শাসন গ্রামের মেয়েদের উক্ত্যক্ত করার সময় আমার ছোট ভাই রাজু প্রতিবাদ করে। যার কারণে পরদিন ওই মাদক ব্যবসায়ীরা আমার ভাইকে নির্মমভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আমি বাদী হয়ে তাদের নামে মামলা করেছি কিন্তু এখনো ধামরাই থানা পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কি কারণে তারা এখনো ধরাছোঁয়ার বাইরে তা আসলে বুঝতে পারছি না। দোষীদের অতি দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
এসময় আরো উপস্থিত ছিলেন, ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার, সাধারণ সম্পাদক আনিস উর রহমান স্বপন, ধামরাই পৌর আওয়ামী যুবলীগের সভাপতি আমিনুর ইসলাম,কালের কন্ঠ পত্রিকার সাংবাদিক আবু হাসান,মোহনা টিভির সাংবাদিক মেহেদি ইমাম জান কায়ছার,বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক আজহারুল ইসলাম রাজু,সমকালের সাংবাদিক মোখলেছুর রহমান,আমাদের নতুন সময় সাংবাদিক আদনান হোসেন,আনন্দ টিভির সাংবাদিক মাসুদ সর্দার,ঢাকা উত্তর ছাত্রলীগের সভাপতি পদ পার্থী হাবিবুর রহমান, ধামরাই কলেজ ছাত্রলীগের সভাপতি পিয়াস, সাধারণ সম্পাদক শুভ,পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু বক্করসহ আরও শিক্ষার্থীরা।