মোঃ সবুজ, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ধামরাই পৌরসভার ৪৬টি মসজিদের ৪৬ জন ঈমামদের ঈদ উপহার সামগ্রী ও নগদ টাকা তুলে দিয়েছেন ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা । মেয়রের ব্যক্তিগত অর্থে এসব মসজিদের ৪৬জন ঈমামদের জনপ্রতি ৫ হাজার করে মোট ২ লক্ষ ৩০ হাজার টাকা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার ধামরাই পৌরসভা কার্যালয়ে ‘ঈদ উপহার সামগ্রী ও নগদ টাকা দেওয়া হয়।
পৌর মেয়র গোলাম কবির জানান, আমার পৌরসভায় করোনাকালীন সময়ে কর্মহীন হতদরিদ্র মানুষের খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। মসজিদে ঈমামের দায়িত্ব যারা পালন করেন, তাদের পরিবার নিয়ে ঈদের দিনটি যাতে আনন্দে কাটান, সেজন্য আমি ব্যাক্তিগতভাবে সামান্যই সহযোগিতা করেছি।
তিনি আরও বলেন, প্রতিটি মহল্লায় বিত্তবান মানুষ আছে। প্রতিটি মানুষ যদি তার আশেপাশের একজন হতদরিদ্র পরিবারকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে কেউ অভাবে কষ্ট পাবে না। তিনি পৌরসভার বিত্তবান মানুষদেরকে হতদরিদ্রদের সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ জানান।
এ সময়ে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট আবুল কাসেম রতন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শফিক আনোয়ার গুলশান প্রমুখ।