মোঃ সবুজ, ধামরাই প্রতিনিধিঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ বলেছেন, আওয়ামী লীগের দর্শন জনগণের ভাগ্যোন্নয়ন। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততোবারই জনগণের জন্য কাজ করেছে। ঢাকা -২০ আসনে আজকের বদলে যাওয়া উন্নয়নও বর্তমান আওয়ামী লীগ সরকারের সফলতা। শিক্ষা, যোগাযোগ, বিদ্যুৎ, চিকিৎসা, অবকাঠামোগত উন্নয়ন কিংবা সামাজিক নিরাপত্তা এমন কোন সেক্টর নেই যেখানে আমি উন্নয়ন করিনি। তিনি উপস্থিত দলীয় নেতা-কর্মীদের বলেন, আওয়ামী লীগ যাকে দলীয় মনোনয়ন দিবে সবাই এক যোগে নৌকার জন্য কাজ করবেন।
বাংলাদেশ আওয়ামী লীগের ধামরাই উপজেলা শাখার সকল পর্যায়ের দলীয় নেতা-কর্মীদের সজাগ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য আহবান জানান। নিজ হাতে বাস্তবায়িত ও চলমান উন্নয়ন ফিরিস্তি টেনে এমপি বেনজির আহমদ আরও বলেন,আমি সব সময় জনগণের দোরগোড়ায় থেকে কাজ করছি। আমার পথচলায় যত সফলতা ও অর্জন সবই জনগণের জন্য। আজীবন আমি জনগণের কল্যাণের রাজনীতি করে যেতে চাই। জনগণ এবং আপনার আওয়ামীলীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ বন্ধন,সহযোগিতা আগামীতেও আমার এগিয়ে যাওয়া ও জনকল্যাণে কাজ করার জন্য সহায়ক হয়ে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। তিনি, শনিবার দুপুরে ধামরাই কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষের সাথে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এ্যাড, আবুল কাশেম রতন, আব্দুল আলিম খান সেলিম, ঢাকা জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, ঢাকা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শফিক আনোয়ার গুলশান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাখাওয়াত হোসেন সাকু, আওয়ামী লীগ নেতা মাসুম খান, ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বাবু সুধীর চৌধুরী, কুশুরা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, নবযুগ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাদক্ষ মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বালিয়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল আলিম,সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ, ঢাকা জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড, সোহানা জেসমিন মুক্তা, ঢাকা জেলা ( উত্তর) মহিলা লীগের সাধারণ সম্পাদক ডাক্তার দিলারা জামান, ধামরাই ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি বাবু জীবন কুমার দাস, সেচ্ছাসেবক লীগের সভাপতি ইউসুফ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামিল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ধামরাই কলেজ শাখার সভাপতি পিয়াস, ভাড়ারিয়া ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিন মাসুম, সোমভাগ ইউপি চেয়ারম্যান প্রভাষক আওলাদ হোসেন প্রমুখ।