![](https://dhakarkhabor.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মোঃ সবুজ, ধামরাই প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে মুজিব বর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত এই সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা তাহমিনা খাতুনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার , উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুর রহিম, কৃষি কর্মকর্তা আরিফুল হাসান, ওসি (তদন্ত) কামাল হোসেন , উপজেলা মহিলা বিষয়ক অফিসার সেলিনা খানম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ নাজনীন নাহার, উপজেলা সমবায় অফিসার পারভীন আশরাফী, সদর ইউপি চেয়ারম্যান শাহাবদ্দিন, বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান বি.এম মাসুদ রানাসহ সাংবাদিক, রাজনৈতিক ও সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গ।