![](https://dhakarkhabor.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মোঃ এমদাদ হোসেন রনি,ধামরাই প্রতিনিধিঃ ঢাকা ২০ আসনের এবারের জাতীয় সংসদ নির্বাচন ছিল চ্যালেঞ্জিং। বি.এন.পি এই নির্বাচনে অংশ গ্রহন না করলেও অনেক প্রতিদ্বন্দিতা ছিল। সকল প্রতিকূলতার বিরুদ্ধে ঢাল হয়েছিলেন এমনই এক নাম সরওয়ার মাহবুব তুষার।
এবারের নির্বাচনে যার কিংবদন্তিতুল্য অবদান হার মানায় যেন রূপকথাকে। ছাত্ররাজনীতির সময় থেকে তার বিচরণ ধামরাই এর গ্রাম থেকে গ্রামে। ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা তাই সর্বজনবিদিত। দায়িত্ব পালন করেছেন ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক হিসেবে । বর্তমান ছাত্র নেতাদের কাছে তাই তিনি অভিভাবক তুল্য। আগামীতে যুবলীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে তাকে দেখা যাবে এ বিশ্বাস এবং প্রত্যাশা সকলের।
এবারে নির্বাচনে তাই তার উপরে বিশ্বাস রেখেছেন ধামরাই এর অভিভাবক, ঢাকা- ২০ আসনের মাননীয় সাংসদ জনাব আলহাজ্ব বেনজীর আহমেদ। তিনি ছুটে বেরিয়েছেন ধামরাই এর জনপদের প্রতিটি প্রান্তে, মানুষের আস্থা অর্জন করেছেন, নিয়ে এসেছেন গুরুত্বপূর্ণ ভোট।